প্রতিবেদক হৃদয় হোসাইন:
পাবনা সদরের ইছামতী নদীর উপর নির্মাণ করা এমন একটি ব্রিজের দেখা মিলছে যে। এ ব্রিজ দিয়ে এখন পযন্ত কোনো যানবাহন চলাচল ও পথচারী পারাপার হয়নি। কয়েক যুগ আগে কয়েক লাখ টাকা ব্যয়ে সদর পৌরসভাধীন আটুয়া হাউজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। ইছামতী নদীর উপর পারাপারের জন্য ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। শুরু হওয়া কাজের সিংহভাগ শেষ হলেও পুরোপুরি শেষ হয়নি। সংযোগ সড়কের সাথে সংযুক্ত না হওয়ায় এ ব্রিজ দিয়ে এখন পযন্ত কোনো যানবাহন পারাপার সম্ভব হয়নি। ব্রিজের শেষ দিকে এক অংশ সংযোগ সড়কের সাথে সংযুক্ত না হওয়ায় ব্রিজটি পথচারী ও যানবাহন চলাচলে কোনো কাজে আসেনি। পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর প্রাণ ফেরাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১ হাজার ৫৫৪ কোটি টাকার নদী পুনর্জীবিতকরণ প্রকল্প অনুমোদন হয়। পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবার পর পাবনার উন্নয়নে কাজ শুরু করেন। তারই অন্যতম একটি প্রচেষ্টা ইছামতী নদী পুনরুজ্জীবিত প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করে ইছামতি নদীর প্রাণ ফেরানোর পাশাপাশি নদীর দুই পাড়ে পিলার স্থাপন করে ১৬ মিটার উঁচু ২৩ টি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হবে। যার নিচ দিয়ে অনায়াসে চলবে বড় বড় নৌকা। পানি থাকবে বিনা বাধায় প্রবাহমান। কিন্তু ইছামতি নদী পুনর্জীবিতকরণ প্রকল্পের কাজ শুরু হলে প্রায় ২৩টি ব্রিজ ভাঙা পড়বে। এতে সরকারের ক্ষতি হবে বিপুল পরিমাণের অর্থ। পুনর্জীবিতকরণ কালে এ ব্রিজ টি ভাঙা হলে এ কাজে ব্যয় করা অর্থ জনসাধারণের কোনো কাজে আসবে না। কবে ব্রিজ টি নির্মাণের কাজ শুরু হয় কেনো সম্পূর্ণ হয়নি এ বিষয় ঔই এলাকার স্থানীয় কেউই তেমন কিছু বলতে পারেনি। আরেক যুবক বলেন,আমি ছোট থেকে ব্রিজটি এমন দেখতে দেখতে বড় হয়েছি। বিকেল হলে অনেক এখানে এসে বসে সময় কাটায়।
Leave a Reply