1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভারতের আগরতলা অভিমূখী লংমার্চ উপলক্ষে রূপগঞ্জে যুবদলের পথসভা বেড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা পাবনার যে ব্রিজ দিয়ে যানবাহন ও পথচারী পারাপার হয়নি মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প: নেতৃত্বে আরশাদ বেড়ায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন কারখানায় অভিযান পাবনা’য় ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ গ্রেফতার-৩ খামারের বর্জ্যমিশ্রিত পানিতে কৃষি জমির ফসল উৎপাদন ব্যাহত পাবনায় শীতের শুরুতে কম দামে গরম পোশাক কিনতে ক্রেতাদের ভিড় পাবনা’র রুহুল বিলে বাউত উৎসবে মৎস্য শিকারিদের ভীড় পাবনায় আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্য বাকুলকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্ত’রা

পাবনার যে ব্রিজ দিয়ে যানবাহন ও পথচারী পারাপার হয়নি

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ বার পঠিত

প্রতিবেদক হৃদয় হোসাইন:

পাবনা সদরের ইছামতী নদীর উপর নির্মাণ করা এমন একটি ব্রিজের দেখা মিলছে যে। এ ব্রিজ দিয়ে এখন পযন্ত কোনো যানবাহন চলাচল ও পথচারী পারাপার হয়নি। কয়েক যুগ আগে কয়েক লাখ টাকা ব্যয়ে সদর পৌরসভাধীন আটুয়া হাউজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। ইছামতী নদীর উপর পারাপারের জন্য ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। শুরু হওয়া কাজের সিংহভাগ শেষ হলেও পুরোপুরি শেষ হয়নি। সংযোগ সড়কের সাথে সংযুক্ত না হওয়ায় এ ব্রিজ দিয়ে এখন পযন্ত কোনো যানবাহন পারাপার সম্ভব হয়নি। ব্রিজের শেষ দিকে এক অংশ সংযোগ সড়কের সাথে সংযুক্ত না হওয়ায় ব্রিজটি পথচারী ও যানবাহন চলাচলে কোনো কাজে আসেনি। পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর প্রাণ ফেরাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১ হাজার ৫৫৪ কোটি টাকার নদী পুনর্জীবিতকরণ প্রকল্প অনুমোদন হয়। পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবার পর পাবনার উন্নয়নে কাজ শুরু করেন। তারই অন্যতম একটি প্রচেষ্টা ইছামতী নদী পুনরুজ্জীবিত প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন করে ইছামতি নদীর প্রাণ ফেরানোর পাশাপাশি নদীর দুই পাড়ে পিলার স্থাপন করে ১৬ মিটার উঁচু ২৩ টি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হবে। যার নিচ দিয়ে অনায়াসে চলবে বড় বড় নৌকা। পানি থাকবে বিনা বাধায় প্রবাহমান। কিন্তু ইছামতি নদী পুনর্জীবিতকরণ প্রকল্পের কাজ শুরু হলে প্রায় ২৩টি ব্রিজ ভাঙা পড়বে। এতে সরকারের ক্ষতি হবে বিপুল পরিমাণের অর্থ। পুনর্জীবিতকরণ কালে এ ব্রিজ টি ভাঙা হলে এ কাজে ব্যয় করা অর্থ জনসাধারণের কোনো কাজে আসবে না। কবে ব্রিজ টি নির্মাণের কাজ শুরু হয় কেনো সম্পূর্ণ হয়নি এ বিষয় ঔই এলাকার স্থানীয় কেউই তেমন কিছু বলতে পারেনি। আরেক যুবক বলেন,আমি ছোট থেকে ব্রিজটি এমন দেখতে দেখতে বড় হয়েছি। বিকেল হলে অনেক এখানে এসে বসে সময় কাটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park