পাবনা প্রতিনিধি:
জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থিত কতিপয় দুস্কৃতিকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আতাইকুলা থানাধীন ভূলবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত গণেশপুর গ্রামে। এঘটনায় আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জামায়াত নেতা আলম হোসেন। থানায় দায়েরকৃত অভিযোগপত্র ও স্থানীয় সুত্রে জানা যায়, গণেশপুর,বায়নাপাড়া, কৃষ্ণপুর,সিদ্ধিনগর ও হাটবাড়িয়া কবরস্থানের কমিটি নিয়ে এলাকাবাসীর সাথে আওয়ামী দুস্কৃতিকারীদের ঝামেলা চলছিল। সেই ঝামেলার জের ধরে আওয়ামী সন্ত্রাসী বাহিনী তৎকালীন সরকারের আমলে আলম কে মারধর ও মামলা দিয়ে হয়রানি করে আসছিল। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হলেও থামেনি আওয়ামী সন্ত্রাসী বাহিনীর তান্ডব।১০ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে আওয়ামী সন্ত্রাসী শাহিন, আনার, বাতেনের নেতৃত্বে ৩০-৩৫ জন দুস্কৃতিকারী আলম হোসেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ হামলা চালায়। এসময় তারা বাড়িঘর ভাংচুর, মহিলা -পুরুষদের মারধর ও লুটপাট করে। এতে আলম হোসেনের পরিবারের প্রায় ৫ লক্ষ ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার। এঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।এবিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম হাবিবুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply