হৃদয় হোসাইন, পাবনা:
৩৮ ঘন্টা পর পাবনার কাজীরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কাজীরহাট ঘাট থেকে শাহ আলী নামক ফেরিটি ছেড়ে যায়। এর আগে আরিচা ঘাট থেকে ধানসিঁড়ি ছেড়ে আসে কাজীরহাট ঘাটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসি এর কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে হালকালোড দিয়ে আরিচা পার হতে ধানসিঁড়ি ফেরিটি ছাড়া হয়। নাব্যতা সংকট চ্যানেলটি পার হবার সময় এ ফেরিটির নিচে কিছুটা বেধে গেলেও সহজেই পার হওয়া সম্ভব বলে সিগনাল পেলে কাজীরহাট ঘাট থেকে শাহ আলী ছাড়া হয়।
এর আগে গত শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। এতে আরিচা কাজীরহাট দুইপাড়ে পণ্যবাহী কয়েকশ ট্রাকের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কাজীরহাট প্রান্তে প্রায় ৪ কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে জনদূর্ভোগ বেড়ে যায়। এদিকে বছরের এসময়টাতে যমুনার পানি হ্রাস পাওয়ায় নাব্যতা সংকট দেখা দেয়। এক্ষেত্রে নৌরুট দেখভালের দায়িত্বে থাকা বিআইডব্লিটিসি কর্মকর্তাদের আরো সচেতন হবার দাবি জানিয়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2024 দেশ প্রকাশ. All rights reserved.