1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

আজ শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

প্রদীপ্ত রণন:

আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার  সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব ।

সনাতন ধর্মীয় শাস্ত্র মতে , কালী দেবী দুর্গারই আরেকটি রুপ । সংস্কৃত ভাষার শব্দ ” কাল ” থেকে কালী নামের উৎপত্তি ।অসুরের অত্যাচার থেকে ভক্তকে মুক্তির বার্তা নিয়ে আাগমন ঘটে দেবী কালীর ।কালী পূজা শক্তির উপাসনা ।কালী পূজার মধ্য দিয়ে জগতের সব অশুভ শক্তির পরাজয় হয়ে শুভ শক্তির উদয় হয় এমনটাই বিশ্বাস ভক্তদের ।কালী দেবী তার ভক্তদের কাছ থেকে শ্যামা , তারা মা, চন্ডী, চামুন্ডা ,মহামায়া , দুর্গা,শিবা,পরমেশ্বরী নামে পূজিত হয় ।
বাংলা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে খাকে। মন্দিরে ধাতুতে নির্মিত প্রতিষ্ঠিত প্রতিমায় এবং অস্হায়ী মন্ডপ, গৃহে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে কালী পূজা করা হয় ।ভক্তরা সারা দিন উপবাস থেকে মধ্য রাতে কাসর,ঘন্টা বাজিয়ে, পুরোহিতের সহায়তায় মন্ত্রোচ্ছারণের মাধ্যমে পূজা করে থাকে ।অত:পর দেবীর চরণে পুস্পাঞ্জলী নিবেদন করে ।দেবীর উদ্দেশ্যে ছাগল বলি দানও করা হয় ।
চলতি বছর ঢাকার ঢাকেশ্বরী মন্দির , রমনা কালী মন্দির , চট্টগ্রামের চট্টেশ্বরী কালী বাড়ী, গোলপাহাড় কালী বাড়ী , জে এম সেন হল ,হেমসেন লেইন সহ দেশের বিভিন্ন মন্দির ও মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে ।পূজা উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে পূজা,আরতী ,অলোচনা সভা ,ধর্মীয় সংগীতানুস্ঠান ,প্রসাদ বিতরণ ।
কালী পূজার দিন সন্ধ্যায় সনাতনীরা তাদের গৃহে ও ম্মশানে প্রদীপ প্রজ্জলন করে্ স্বর্গীয় পিতা- মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন । প্রদীপের আলোয় চতু্র্দিক আলোকিত হয় বলে এটিকে দীপাবলী উৎসব বলা হয় ।সারা বছরের আঁধার মুছে দীপের আলোয় আলোকিত হোক সবার জীবন এমনটাই প্রত্যাশাই এবারের দীপাবলী উৎসবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park