1. admin@dailygrambangla.com : admin :
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাবনা জেনারেল হাসপাতালে অভিযান: দালাল চক্রের ০৯ সদস্য আটক,অর্থ ও কারাদণ্ড ভাঙ্গুড়া’য় ভেজাল দুধ উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমিনপুর পাবনায় পুলিশ সুপারের জব্দকৃত ইলিশ উপহার পেয়ে খুশি মাদ্রাসা শিক্ষার্থীরা সংস্কার শেষে অতিদ্রুত নির্বাচন চায় বিএনপি- পাবনা’য় রুহুল কবির রিজভী পুলিশ সুপারের পক্ষ থেকে পাবনার বিভিন্ন মাদ্রাসায় জব্দকৃত ইলিশ মাছ বিতরণ পটিয়ায় মানিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাবনা’য় র‍্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার আসামী গ্রেফতার বেড়ায় মেয়াদ উত্তীর্ণ সার প্যাকেটজাতকরণ: ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড মালিগাছা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

পাবনা জেনারেল হাসপাতালে অভিযান: দালাল চক্রের ০৯ সদস্য আটক,অর্থ ও কারাদণ্ড

  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২ বার পঠিত

পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেনারেল (সদর) হাসপাতাল কে দালাল মুক্ত করে জনসাধারণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসন।২৩শে অক্টোবর (বুধবার) সকালে এ অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল। অভিযানে দালাল চক্রের ০৯ সদস্য কে আটক করে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় বিভিন্ন দন্ড প্রদান করা হয়। এরমধ্যে ০৬ জনকে আইন অনুযায়ী সর্বোচ্চ অর্থদণ্ড ও ০৩ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত দালাল চক্রের ০৬ জন সদস্য হলো: ১.শারমিন আক্তার (২৮), পিতা-সাইদুর ইসলাম, ঠিকানা-আটঘরিয়া, ২.কৌশিক সরকার (৩৪), পিতা- রামচন্দ্রপুর সরকার,ঠিকানা- আলোকদিয়ার,পাবনা সদর,

৩.নিরুপমা রায় (৪৫), পিতা- মান রঞ্জন রায়, ঠিকানা- খোদাইপুর, পাবনা সদর,৪.সালমা (৩০), পিতা- নূরুল ইসলাম,ঠিকানা- হেমায়েতপুর,পাবনা সদর,
৫.রুনা (৩০), পিতা- আজাদ, ঠিকানা- রাধানগর, পাবনা সদর,৬.সুমন আহম্মেদ (২১), পিতা- শাহীন, ঠিকানা- শালগাড়িয়া,পাবনা সদর, সর্ব জেলা -পাবনা গণকে নগদ অর্থ জরিমানা করা হয়। উভয়দন্ড (অর্থ ও কারাদণ্ড) প্রাপ্ত দালাল চক্রের ০৩ জন সদস্য হলো: ৭.সাধন কুমার (২৭), পিতা- রবিদাস, ঠিকানা-পাবনা সদর ৮.সুমন মন্ডল (৩১), পিতা- আজাদ মন্ডল, ঠিকানা- উত্তর শালগাড়িয়া, পাবনা সদর ৯. সুমি (২৮), পিতা-সুজন, সাং-কেলিকো কটন মিলের নিকট, পাবনা সদর,জেলা পাবনা গণকে আইনের সর্বোচ্চ অর্থদণ্ড ও ০৩ দিনের জেল দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসী ও সেবা প্রত্যাশীরা জানান, অভিযান নিয়মিত পরিচালনা হলে দালালের সংখ্যা কমার পাশাপাশি সেবার মানবৃদ্ধি পাবে। সেই সাথে সদর হাসপাতাল কে স্থায়ীভাবে দালালমুক্ত করার পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সেবা প্রত্যাশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park