মো.পারভেজ হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ২৭ লাখ ৬০ হাজার টাকা লুটকরে নিয়ে যায়। গত শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ০৫.৩০ সময় সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় এ ডাকাতি ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কুমিল্লা জেলার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত হোসেনের ছেলে জুয়েল ইসলামের তিতাস থানার বাতাকান্দি বাজারে হাজী কসমেটিকস এন্ড জুয়েলারী ব্যবসা আছে।
গত ২১ সেপ্টেম্বর শনিবার ব্যবসায়ীক কাজে ঢাকায় আসেন কাজ শেষে রাজধানীর যাত্রাবাড়ী বাস স্টান্ড থেকে বাড়ির উদ্দেশ্য যাত্রীবাহী পরিবহন সুরমা সুপারে উঠেন। তাদের বহন করা গাড়িটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পাশে চাঁদমহল সিনেমা হলের সামনে আসলে সাদা রঙের একটি মাইক্রোবাস এসে তাদের বহন করা গাড়িটি গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে ডিভি পুলিশ লেখা পোশাক দারি ৫জন ব্যাক্তি তাদের বহন করা সুরমা সুপার বাসে প্রবেশ করে নিজেদেরকে ডিভি পুলিশ বলে পরিচয় দেয় এবং জুয়েল ইসলাম ও তার সঙ্গী নাছির মিয়ার নাম জানতে চায়। জুয়েল ইসলাম ও নাছির তাদের নাম বলার সাথে সাথে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলে জানায়। এ সময় ডিভি পরিচয় দেওয়া ব্যাক্তিরা জুয়েল ও নাছিরের হাতে হাতকড়া পরিয়ে বাস থেকে নামায়। বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে উঠায়। পরে তাদেরকে মাইক্রোবাসের ভিতর কিল ঘুশি ও ইলেক্ট্রনিকসক দেয়। এক পর্যায় জুয়েল ইসলাম ও নাছিরের হাতে থাকা ২৭ লাখ ৬০ হাজার টাকা থাকা স্কুল ব্যাগ ২ টি স্যামসং মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেয়। এক সময় আনুমানিক ২০ মিনিট পর ডিভি পরিচয় দেওয়া ডাকাতরা তাদের দুজনকে হাত-পা চোখ বাধা অবস্থায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সোনারগাঁ থানাধীন দরিকান্দি এলাকায় ফেলে চলে যায়।
পরে গত রবিবার ২২ সেপ্টেম্বর জুয়েল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল বারী জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযোক্তদের সনাক্ত করতে পুলিশি অভিযান চলছে।
Leave a Reply