নিজস্ব প্রতিবেদক:-পাবনার বেড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে সনাতনী কমিটির বেড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন দত্তকে মারধর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২শে আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় এ মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী চন্দন দত্ত বলেন, ঐদিন বিকেলে আমি বাড়িতে খাবার খাচ্ছিলাম। এমন সময় একজন ভ্যানচালক বাড়ীর উপর গিয়ে বলে কয়েকজন লোক আপনাকে ডাকছে। আমি তার কথামত বাহিরে আসলে কয়েকজন দুর্বৃত্ত আমাকে মারধর করে। তবে আমি কাউকে চিনতে পারি নি। স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দাবি, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান বাচ্চুর বিপক্ষে গিয়ে তৎকালীন চেয়ারম্যান আমজাদ হোসেনের নির্বাচন করায় তাকে মারধর করা হয়েছে। পরবর্তী আরও বড় ঝামেলায় না পরতে তিনি নাম গোপন করছেন বলে দাবি করেন তারা।
Leave a Reply