1. admin@dailygrambangla.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র উদ্বেগ ঢালারচরে বি এনপির সুবিধাবাদীদের তাণ্ডবে আইনশৃঙ্খলার অবনতি সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জব্দকৃত বালু বিক্রয়ের অভিযোগ চাপে পড়ে পদত্যাগ হওয়া সহধর্মীনিসহ সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষকে ফিরিয়ে আনতে ছাত্র আন্দোলন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দালালদেরকে বয়কট করুন: মান্নান রূপগঞ্জে গাজী টায়ারসের কারখানায় আগুনে নিখোঁজ ১৭৬ জন পদত্যাগ করেছেন সোনারগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ অপু ও তার সহধর্মীনি দীল আফরোজা বেড়ায় গৃহবধূর পা বাধা লাশ উদ্ধার বেড়া’য় সনাতনী কমিটির সাধারণ সম্পাদক চন্দন দত্তকে মারধর করেছে দুর্বৃত্তরা

সোনারগাঁ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান হলেন মাহফুজুর রহমান কালাম

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪৬ বার পঠিত

মো.পারভেজ হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে জয় পেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকে ৭৫ হাজার ৭৪৮ ভোট পেয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।

মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

অপর দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম নান্নু (মোটর সাইকেল) প্রতীকে ৩৯৭ ভোট ও আলী হায়দার (দোয়াত কলম) প্রতীকে ২৮০ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে মাসুম চৌধুরী (তালা) প্রতীকে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে (টিয়া পাখি) প্রতীকে ৩৬ হাজার ৯৪০ ভোট, আবুল ফয়েজ শিপন (চশমা) প্রতীকে ৩১ হাজার ৯১ ভোট, আজিজুল ইসলাম মকুল (মাইক) প্রতীকে ২০ হাজার ৫৮৬ ভোট, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল) প্রতীকে ১৮ হাজার ৭০৮ ভোট ও জহিরুল ইসলাম খোকন (উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন শ্যামলী (ফুটবল) প্রতীকে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাডভোকেট নুরজাহান (সেলাই মেশিন) প্রতীকে ৩৩ হাজার ১৮৬ ভোট, হেলেনা আক্তার (কলস) প্রতীকে ২৪ হাজার ৩৫০ ভোট, মাহমুদা আক্তার ফেন্সি (হাঁস) প্রতীকে ২৪ হাজার ২৫১ভোট ও কোহিনুর ইসলাম রুমা (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ২০ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৪২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫০ হাজার ৬৬৮ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনসহ মোট ১৫ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দেশ প্রকাশ ©
Theme Customized By Shakil IT Park