হৃদয় হোসাইন বেড়া(পাবনা) সংবাদদাতা:
পাবনার বেড়া উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি,ডায়রিয়া, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন আক্রান্তরা। তাদের মধ্যে সবচেয়ে বেশি শিশু। সোমবার (১৫ জানুয়ারি) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড জরুরী বিভাগে শীত জনিত রোগীদের ভিড় দেখা যায়। কেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় অনেকে পাবনা জেনারেল হাসপাতাল বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। পৌর শহরের ডায়রিয়া আক্রান্ত এক শিশুর মা বলেন,‘আমার দশ মাসের শিশু হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। তারপর সকালে হাসপাতালে ভর্তি করার পর কিছুটা কমেছে। আর এক শিশু রোগীর মা বলেন, কয়েক দিন ধরে শীত ও বাতাস বাড়ার কারণে আমার বাচ্চার শ্বাসকষ্ট ও জ্বর দেখা দিয়েছে। হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে। কাঁপুনি দিয়ে জ্বর উঠছে ছেলের। ভর্তির পরপরই একবার ডাক্তার এসে দেখে গেছে। বর্তমান ছেলে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। এমন কয়েকজন এর সাথে কথা হলে তারাও একই কথা জানান। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা তুয জান্নাত বলেন, হাসপাতালে শিশু বরাদ্দকৃত বেড নেই। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীত জনিত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এখন পযন্ত ভর্তি আছেন ১০ জন শিশু। আর ৫থেকে ৬ জন্য অন্যান্য বয়সি। রোটাভাইরাস টা ছড়াচ্ছে। অনেকে সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আবহাওয়া এমন থাকলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। কনকনে ঠান্ডায় শিশু ডায়রিয়া,নিউমোনিয়া,হাঁপানী, এ্যাজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। শীতজনিত রোগ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে বিশেষজ্ঞ চিকিসকের পরামর্শ নেওয়ার কথা বলে, ডাক্তার ফাতেমা জান্নাত আরো বলেন এ সময় চলাফেরায় সবাইকে সাবধান হতে হবে, বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগানো একেবারেই যাবে না।
Leave a Reply