নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) বিকেলে সোনারগাঁ পৌর এলাকায় শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলার পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ও পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকাদের মধ্যে প্রতিযোগিতা হয়।
খেলার নির্ধারিত সময়ে গোলশুন্য ভাবে সমাপ্ত হলে ট্রাইবেকারে প্রথম ৫-৫ গোলে সমান হয়। পরবর্তীতে আরো দুটি করে বল মেরে পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-৬ গোলের ব্যবধানে জয় লাভ করে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান-উল-হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, শাহনাজ আক্তার, দেলোয়ার হোসেন, স্বপ্না ঘোষ, কানিজ ফাতিমা, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিসসহ সোনারগাঁয়ের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা।
Leave a Reply