বেড়া প্রতিনিধি:
জাতির পিতা যেভাবে বাঙালিকে তৈরির কথা ভাবতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য নিরলস পরিশ্রম করছেন।বেড়া-সাঁথিয়ায় সেরকম শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হচ্ছে। বুধবার(০১ মার্চ)সকালে পাবনার বেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের গর্ভনিংবডির সভাপতি মুসলিমা খাতুনেরসভাপতিত্বে নবনির্মিত ৪ তলা ভীতবিশিষ্ট এক তলাভবনের উদ্বোধন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এসব কথা বলেছেন।তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশে শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা, ব্রিজ, চিকিৎসাখাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। অন্যরা যতদিন ক্ষমতায় ছিল ততদিন শিক্ষাসহ সকল খাতকে পিছনের দিকে নিয়েছে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে,মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করতে হবে ।মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুর নৌকামার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণ ১৯৭০ সালে নৌকায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ আজ স্বাধীন।১৯৭৫ সালের পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা স্কুলের কথা চিন্তা করে নাই, এই উপজেলার উন্নয়নের কথা চিন্তা করে নাই,কর্মসংস্থান সৃষ্টির কথা চিন্তা করে নাই, কৃষি উৎপাদন বৃদ্ধি করে জীবন-জীবিকা নির্বাহের কথা চিন্তা করে নাই। ভিন্ন দলের লোকজনের সন্তানেরাও তো এই কলেজে পড়ে, আপনারা বলুন, আগে কি এমন সুযোগ সুবিধা ছিল? শেখ হাসিনার সরকারের উন্নয়ন সবার জন্য।বেড়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আবু-সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন,বেড়া উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র আসিফ শামস্ রঞ্জন,জেলা পরিষদ সদস্য মাসুদ রানা ময়ছার, পৌর আ’লীগের সভাপতি আব্দুল মান্নান মানু,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী।এসময় স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সোনারগাঁও শপিং কমপ্লেক্স ৪র্থ তলা, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
প্রকাশক
ও সম্পাদক: মোঃ ইমরান হোসেন
মোবাইল
: 01822219555
মেইল
: emranhossain9555gmail.com
বার্তা
সম্পাদক : মোঃ পারভেজ হোসেন
মোবাইল
: 01826178999
মেইল : parvezoks@gmail.com
Copyright © 2025 দেশ প্রকাশ. All rights reserved.